একটু একটু করে, জীবন এগিয়ে চলে
শুকনো পাতা জমে থাকে
বই এর পাতার ভাঁজে...
রং চটা মলাটে আবছা হয়ে যায়ে স্মৃতি রেখা
বিকেল হলে মনে হয়
এই তো সকাল ছিল
কখন যেন দেরী হলো খেয়াল করিনি তো!
সেদিন যেখানে বৃষ্টি নেমে ছিল
সেখানে আজ হলুদ পাতার ভীর,
সেদিন যেখানে বন্যা হয়েছিল
সেখানে আজ শুকনো নদীর তীর;
জীবন দিয়ে জীবনকে চেনা
কুড়িয়ে পাওয়া চেনা অচেনা বীজ
মাটির নীচে লুকিয়ে রেখেছিলাম
নেশার মতন বেড়ে চলেছে
দিন প্রতিদিন...
No comments:
Post a Comment