Friday, September 3, 2010

কথোপকথন

ভুল করে রাত জেগেছি আমি
ভেবেছি ঘুম ভাঙ্গাবে আলো,
অন্ধকারে নিশিযাপন
ভেজা কুয়াশার চাদর ...
বুঝতে পারিনি আলো তখন
আমার বুকের ভিতর
তিরতির করে দানা বেঁধেছে যে,
আজ সে মহীরুহ..
আঁচল দিয়ে আগলে রেখেছি
বুকের ভিতর আগুন,
এখন আমার রাতের সাথে
সম্মুখ কথোপকথন ...

No comments: