Saturday, December 18, 2010

আমার মতন








আমি ভালো আছি
নিজেকে বলছি তাই
এলোমেলো হিসেবগুলো
মিলিয়ে দিতে চাই...
ধুলোজমা বই এর তাকে
বাসি ইচ্ছে আছে
কাল রাতের ভাঙা চাঁদ
গভীরে তলিয়ে গেছে...
চেনা পথে হাঁটব না আর
নতুন ঠিকানা আমার;
আবার আমি আমার মতন
বাঁচতে চাই একবার...

Thursday, December 16, 2010

Melancholy


Many moons ago she was my friend. Those were days when we used to laugh for no reason, talk not giving a damn to the ticking clock, share our over-stretched silence and burst out our frustrations whenever we want.

But then one day, the wind changed its direction and we had to part. Our hopes that germinated under the same sky relinquished before the sun-burnt reality. We were deeply dismayed as we saw our friendship melting away. For the first time we could listen to the sound of the clock loud and clear.

Time raced and we could not swim against its waves. We ended up in benighted lands where we are lonely amidst the crowd. In the dying moonlight we stand like two islands, oceans apart. Our existences wrapped in grim solitude.

photo share

Wednesday, December 15, 2010

for my mother....

অনেক পথ হেটেছি তোর সাথে
হোচট খেলে ধরেছি তোর হাথ,
আবোল-তাবোল রঙিন আঁকি-বুকি
ঘুম পাড়ানি গান, জেগে থাকা রাত...
এখন তুই অন্য পারে থাকিস
দূরাভাষে গুছিয়ে কথা বলা;
দু' এক পশলা ইচ্ছে আজও আছে
বুকের ভিতর, জমিয়ে রাখা থাক.....

Saturday, December 11, 2010


কখনও ভোরে আধখোলা চোখে
আমার কথা ভেবেছ কি তুমি ?
ভাঙা ফ্রেমে গল্প আজ ও আছে,
আলতো হাতে ছুঁয়ে দেখো যদি...
গল্পগুলো রঙিন কাঁচের টুকরো
দূরবীনে চোখ রেখে দেখো ;
খাতার পাতায়ে আজ ও লুকিয়ে আছে
সেদিন ভোরের শিশির বিন্দু দুটো ...

Thursday, December 9, 2010

Hope....


Recently I was reading Victor Frankl when I came across the expression “delusion of reprieve”. For a Bengali this phrase does not need any psychological explanation. Years back the same expression came into being with Tagore when he said “Britha asha morite moriteo morena”. For all my non-Bengali friends “delusion of reprieve” is that last hope which always remains with you even when you know that everything is over. It is so true especially with relationships. You know it from the bottom of your heart that everything is blighted, you cannot change the present and you have to continue sleeping every night with your past. Yet you continue to live on with that last spark of hope which is immortal. You will perish and your memories too but that spur will still be alive.

Thursday, December 2, 2010

আর একটা জীবন

বৃষ্টি এসে গুনগুনিয়ে গেছে
মেঘের ভাঁজে ছবি আঁকা আছে,
ঘুম চোখে আমার মুখে দেখো
আঁচল দিয়ে স্বপ্ন জড়িয়ে রেখো,
দেখবে একটা জল তরঙ্গ আছে
এঁকে বেঁকে যাওয়া আসার পথে,
কখন যেন হাথ ছানি দেয় আমায়
নীল উড়নি উড়িয়ে নিয়ে যায়;
ইচ্ছে করে তোমার কাছে যেতে
তোমার সাথে নতুন করে বাঁচতে ---
আর একটা জীবন
অন্যরকম .....