Saturday, December 18, 2010

আমার মতন
আমি ভালো আছি
নিজেকে বলছি তাই
এলোমেলো হিসেবগুলো
মিলিয়ে দিতে চাই...
ধুলোজমা বই এর তাকে
বাসি ইচ্ছে আছে
কাল রাতের ভাঙা চাঁদ
গভীরে তলিয়ে গেছে...
চেনা পথে হাঁটব না আর
নতুন ঠিকানা আমার;
আবার আমি আমার মতন
বাঁচতে চাই একবার...

No comments: