My book

Thursday, December 2, 2010

আর একটা জীবন

বৃষ্টি এসে গুনগুনিয়ে গেছে
মেঘের ভাঁজে ছবি আঁকা আছে,
ঘুম চোখে আমার মুখে দেখো
আঁচল দিয়ে স্বপ্ন জড়িয়ে রেখো,
দেখবে একটা জল তরঙ্গ আছে
এঁকে বেঁকে যাওয়া আসার পথে,
কখন যেন হাথ ছানি দেয় আমায়
নীল উড়নি উড়িয়ে নিয়ে যায়;
ইচ্ছে করে তোমার কাছে যেতে
তোমার সাথে নতুন করে বাঁচতে ---
আর একটা জীবন
অন্যরকম .....

No comments:

Post a Comment